‘পুলিশের পেট্রোল বোমা মারার অভিযোগ ভিত্তিহীন’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা পুলিশের পেট্রোল বোমা মারার অভিযোগটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রোববার দুপুর ১টার দিকে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, পুলিশের বিরুদ্ধে পেট্রোল বোমা মারার যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। জনগণ জানে কারা পেট্রোল বোমা মেরেছে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, যারা পেট্রোল বোমা মেরেছে তাদের কয়েকজনকে জনগণই হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে।
মন্তব্য চালু নেই