‘পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ রোধ সম্ভব না’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ মাদকের ন্যায় ছেয়ে গেছে। জঙ্গি নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর। তবে এটি পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে রোধ করা সম্ভব না। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শোকসভা শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, গুলশানের জঙ্গি হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সুস্থ হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আইজিপি বলেন, শুক্রবারের হামলার পরপরই ২০ জনকে জঙ্গিরা হত্যা করে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী অল্প কিছুক্ষণের ভেতরে ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
মন্তব্য চালু নেই