পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই!
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই করে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছে এসআই আপন কুমার।
বুধবার দুপুর দেড়টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তেতৈতলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও তালিকা ভুক্ত সন্ত্রাসী দিদার কে গ্রেফতার করে পুলিশ এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের মটরসাইকেল ভাংচুর ও পুলিশকে মারধর কওে দিদারকে চিনিয়ে নিয়ে যায়। পুলিশের উপর হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে।
মন্তব্য চালু নেই