আব্দুল খালেককে গ্রেপ্তারের প্রতিবাদ সাতক্ষীরা জেলা জামায়াতের ৩৬ ঘন্টার হরতাল চলছে

পুলিশের অভিযানে জেলায় ১১ জামায়াত নেতাকর্মীসহ আটক-৩৫

সাবেক সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল খালেককে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা জেলা ব্যাপি হরতাল চলেছে।

সকাল থেকে এখনও পর্যন্ত হরতালের পক্ষে কাউকে জেলার কোথাও কোন মিছিল মিটিং ও সমাবেশের করতে দেখা যায়নি। তবে, হরতালের কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও আভ্যন্তরীন রুটে বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কোন প্রভাব পড়েনি জনজীবনে। এদিকে, হরতালে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

অপরদিকে, নাশকতার আশংকায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতক্ষীরা ব্রক্ষরাজপুর ইউনিয়ানের জামাতের রোকন আবদুল হাকিমসহ জামাতের ১১ নেতা-কর্মীসহ ৩৫ জনকে আটক করেছে। অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদেরকে আটক করে। নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এদিকে একই সাথে বিএনপির ডাকা দেশব্যাপী টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রোববার সাতক্ষীরায় মাঠে নেই হরতাল সমর্থক ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা।



মন্তব্য চালু নেই