পুরুষের অতিরিক্ত চুলপড়া বন্ধ্যাত্বের লক্ষণ

চিরুনিতে মুঠো মুঠো চুল উঠে আসছে, সারাদিন ধরেই জামার উপরে চুল ঝরছে, তাহলে কিন্তু এখনই সাবধান হতে হবে। বিষয়টাকে এত হালকা ভাবে নেবেন না। এটা কিন্তু সাধারণ চুলের সমস্যা নাও হতে পারে। উল্টে নিজের অজান্তেই আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন বন্ধ্যাত্বের দিকে।

কারণটা অবশ্যই পুরুষ হরমোন টেস্টোস্টেরন। শুক্রানু উৎপন্ন থেকে শুরু করে যৌন উত্তেজনা পুরুষের পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করে এই হরমোন।

গবেষণায় দেখা গেছে, শরীরে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে গেলেই অস্বাভাবিক ভাবে চুল উঠতে শুরু করে। অস্বাভাবিক চুল ঝরাটা প্রাথমিক সংকেত। বেশির ভাগ ক্ষেত্রেই পুরুষরা এই সংকেতকে পাত্তা দেয় না।

বিশেষজ্ঞদের পরামর্শ, হঠাৎ চুল ওঠা বেড়ে গেলে তাই পার্লারে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। হয়তো এটি সাধারন চুল উঠার সমস্যা নাও হতে পারে।



মন্তব্য চালু নেই