পুরার্কীতি দেখে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট রাজশাহীর পুঠিয়ার পুরার্কীতি পরিদর্শন করেছেন। জলদীঘি ঘেরা নান্দনিক সৌন্দর্যের পুঠিয়ার পরার্কীতি দেখে তিনি মন্তব্য করেছেন, ‘খুবই সুন্দর। খুব ভালো লাগেছে।’

শুক্রবার সকাল ৯ টায় তিনি পুঠিয়ার পুরার্কীতি দেখার জন্য দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পুঠিয়ায় পৌছান। এসময় পুঠিয়া সার্কেলের এএসপি আসলাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমেদ, পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান তাকে স্বাগত জানান।

এসময় তিনি বড় শিবমন্দির, চারআনী রাজার মন্দিরসহ অন্যান্য পুরার্কীতি পরিদর্শন করেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমেদ জানান, পুরার্কীতি পরিদর্শন শেষে তিনি জানান, ‘ট্রেনে চড়ে তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন। বুধবার তিনি রাজশাহীর শাহ মখদুম থানায় নির্মিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করে কিছু আধুনিক যন্ত্রপাতি দিয়েছেন।

এরপর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে মানবপাচার বিষয়ে তিনি কথা বলেছেন। এরপর তিনি পুঠিয়া রাজবাড়ি ও পুরার্কীতি পরিদর্শনে আসেন। শুক্রবার সকাল ১০টায় তিনি পুঠিয়ার পুরার্কীতি দেখে ফিরে যান।



মন্তব্য চালু নেই