পুরান ঢাকায় বাসে আগুন

রাজধানীর পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্ক এলাকার পাশে তানজিল (ঢাকা মেট্রো- জ ১১-১১১৭) নামক একটি যাত্রবাহী পরিবহনে আগুন দিয়ে পালিয়ে গেছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার রাত ৭ টায় ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষসূত্রে জানা গেছে, আগুন লাগার ১০ মিনিট পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ৬০ শতাংশ পুড়ে গেছে।

সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চত করেন। তিনি বলেন, গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন লাগানোর পরে ফায়ার সার্ভিস খবর পেলে সাথে সাথে উপস্থিত হয়ে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতর থেকেই যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জজ কোর্টের সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরিত হয়।



মন্তব্য চালু নেই