“পুরাতন আইনেই তনু হত্যার মতো হত্যাকান্ডগুলোর বিচার কাজ সম্ভব”
টিপু সুলতান (রবিন)-সাভার: পুরাতন আইনেই তনু হত্যার মতো হত্যাকান্ডগুলোর বিচার কাজ সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী।
সোমাবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌছে প্রথমে গনপাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মনোজ্ঞ কুজতাওয়াজে সালাম গ্রহণ করেন।
কুজতাওয়াজ শেষে মন্ত্রী প্রধান বিচারপতির মন্তব্যের সূত্রধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রচলিত পুরাতন আইনের মাধ্যমেই বিচার কাজ চলোনো যাচ্ছে বলে জানান।
এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক মলয় কুমার সাহাকে লাঞ্চিত করার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে মন্ত্রী গনস্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন।
মূল অনুষ্ঠানে এসময় কর্তৃপক্ষ পিএইচএ হলে প্রথমে সংবাদকর্মিদের ঢুকতে না দিলে সংবাদকর্মিদের প্রতিবাদের মুখে পরে ফটক খুলে দেয় গনস্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে এসময় স্থানীয় সাংসদ ডা: এনামুর রহমান, অতিরিক্ত ডিআইজ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই