পুরনো দলের হয়েই বিপিএল খেলবেন ১০ ক্রিকেটার?

নামটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হলেও ধীরে ধীরে সবকিছু ঢাকা প্রিমিয়ার লিগের আদলেই হচ্ছে। বিপিএলের গত আসরে ঢাকা প্রিমিয়ার লিগের মতো প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে দল গড়েছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা লিগের আরো একটি রীতি এবারের বিপিএলের সাথে যোগ হচ্ছে।

ঢাকা লিগের নিয়মে আগের আসরের ‘এ’ ক্যাটগরির দুজন দেশি ক্রিকেটারকে রেখে দেয়ার সুযোগ পাচ্ছে বিপিএলের পুরনো পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। বুধবার সভা শেষে এমন তথ্য দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

আগের আসরের ‘এ’ ক্যাটাগরির দুজন দেশি ক্রিকেটার রেখে দেয়ার ব্যাপারে ইসমাইল হায়দার বলেন, ‘দেশি ‘এ’ ক্যাটাগরির দুইজন করে খেলোয়াড় তারা রেখে দিতে পারবে। বিদেশিদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পুরনো দল পাঁচটা তারা দুইজন করে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় রেখে দিতে পারবে।’

জানা গেছে, তৃতীয় আসরের চ্যাম্পিয়ন দল রেখে দিচ্ছে অধিনায়ক মাশরাফিকে। অন্যদিকে ঢাকা ডাইনামাইটস বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। সব মিলিয়ে, গত আসরের পাঁচ দলের মোট ১০ ক্রিকেটার এবার পুরনো দলেই থাকতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

এবার সাত দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলে। চুক্তিভঙ্গের দায়ে সিলেট ফ্রাঞ্চাইজির মালিক আলিফ গ্রুপের মালিকানা বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে, গতবারের ‘ফ্লপ’ দল সিলেট সুপার স্টার্স এবার থাকছে না বিপিএলে।

ঘরোয়া এই টি-টোয়েন্টি আসরের প্লেয়ার বাই চয়েজের তারিখ ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর হোটেল র‌্যাডিসেন বিকাল তিনটায় শুরু হবে নিলাম। তবে নিলামের ব্যাপারে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইসমাইল হায়দার, ‘নিলামের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে টেকনিক্যাল কমিটি দুই-এক দিনের ভেতরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

৪ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের পুরো প্রক্রিয়া নিয়ে ইসমাইল হায়দার বলেন, ‘বিপিএল নিয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। প্লেয়ার বাই চয়েজ হবে ৩০ সেপ্টেম্বর বিকাল তিনটার সময়। খেলা শুরু হবে ৪ নভেম্বর। টুর্নামেন্ট শেষ করবো ৭ কিংবা ৮ ডিসেম্বর।’



মন্তব্য চালু নেই