পুনরায় বাংলাদেশে আসতে শর্ত দিলেন হৃতিক

দীর্ঘ অপেক্ষার পর বিপিএলের মঞ্চে হৃতিক রোশন আসলেন রাত পৌনে ১০টায়। শীতের রাতে উষ্ণতা ছড়াতে হৃতিকের আগমন হওয়ার কথা রাত ৯টায়। কিন্তু শিডিউল পরিবর্তন হওয়ায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় হৃতিক প্রেমীদের।

পুরো মঞ্চ অন্ধকার করে হৃতিকের আগমন। কালো কোটি আর গেঞ্জি পড়ে স্টেজে উঠেই অসাধারণ পরিবেশনা শুরু করেন ব্যাং ব্যাং ছবির `তু মেরি’ গানের সঙ্গে নাচ দিয়ে। তার নৃত্য পরিবেশনায় দ্বিতীয় গানটি ছিল তার প্রথম ছবি কাহো না পেয়ার হ্যা’র ‘এক পালকা জিনা’।

১৫ মিনিটের স্টেজ পারফরম্যান্সে হৃতিকের তৃতীয় ও চতুর্থ পরিবেশনায় ছিল ব্যাং ব্যাং ছবির `তু মেরি’ গানের দ্বিতীয় পক্তি, ধুম-২ ছবির ‘ধুম মাচালে’ গানের সঙ্গে নাচ।

মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে হৃতিক রোশন বলেন, ‘কেমন আছো? ভালো তো? বাংলাদেশের সুন্দর মানুষগুলোকে ধন্যবাদ, ধন্যবাদ, ও ধন্যবাদ। আজকে এখানে জাদু ছড়িয়ে গেছে। আপনারা কি এটা অনুভব করতে পারছেন? এটা ঢাকা ও বাংলাদেশের জাদু। আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তাতেই আমি অনুপ্রাণিত হই। আপনাদের শক্তির কারণেই আমি আজ এখানে। আজকে যে ভালোবাসা নিয়ে যাচ্ছি তা আমি ওখানে ছড়িয়ে দিব।’

পুনরায় বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করেন হৃতিক রোশন। এদিকে বাংলাদেশে এসে সাধারণ মানুষের সঙ্গে নাচবেন বলে কথা দিয়েছেন তিনি। তবে বাংলাদেশে বলিউডের ছবি মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। এ নিয়ে হৃতিক বলেন, ‘হিন্দি ছবি এখানে মুক্তি পায় না কেন? আমি কথা দিচ্ছি হিন্দি ছবি এখানে মুক্তি পেলে আমি মঞ্চে নয় আপনাদের সঙ্গে মিশে পারফর্ম করব।’



মন্তব্য চালু নেই