পুত্রবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হাটভোগদিয়া গ্রামে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের নাম বিউটি বেগম। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি বিউটির ওপর নির্যাতন চালিয়ে আসছিল। শুক্রবার সকালেও মারধর করতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন।
এতে ক্ষুব্ধ হয়ে শ্বশুর-শাশুড়ি বিউটির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ বিউটিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই