‘পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তার পাশাপাশি পুঁজিবাজার চাঙা করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে বিনিয়োগকারীদের নিজেদের স্বার্থেই পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকাণ্ডে আরো বেশি যত্নবান হতে হবে।

রোববার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ও ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল আলম এবং ভারতের পক্ষে ইউকে সিনহা এতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নানা উদ্যোগের কারণে দেশে দারিদ্র্যের হার কমেছে। দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’



মন্তব্য চালু নেই