পীরগঞ্জে ৫ মাদক সেবীর সাজা দেয়া

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- ওই উপজেলার বীরহলী গ্রামের ইব্রাহিমের ছেলে হামিদুল (৩৩), জগথা গ্রামের মফিজের ছেলে পয়গাম আলী (২০), আলমের ছেলে কামাল হোসেন কালা (৪৫) কে ১ মাস এবং রঘুনাথাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল (২৮) ও কাচন গ্রামের ওমর আলী’র ছেলে তোজাম্মেল হক (২২) কে ৪দিন সাজা দিয়েছে।

আজ সকালে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিব ম্যাজিষ্টেট সারওয়ার মোর্শেদ এ রায় দেন।

পুলিশ জানায়, সোমবার রাতে পীরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ মাদক সেবীকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রন আইন ১৯৯০-এর ২৬ ধারায় তাদের সাজা দেয় ভ্রাম্যমান আদালত। পুলিশ তাদের ঠাকুরগাঁও জেল কারাগারে পাঠিয়েছে।



মন্তব্য চালু নেই