পিতাকে হত্যার দায়ে পুত্র সহ দু‘জনের যাবজ্জীবন
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামে ২০০৪ সালের ২২ ডিসেম্বর পুত্রের লাঠির আঘাতে পিতা জয়নাল মীর(৫২) নিহত হবার ঘটনায় পুত্রসহ দুই জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামিম আজাদের আদালত নিহত জয়নাল মীরের বড় ছেলে আবু সালেহ ও তার ভাই হাবীব মীরকে এ সাঁজা দেন।মামলার বিবরণে জানা যায়, জয়নাল মীর তার বেকার ছেলে আবু সালেহ কে কাজের জন্য চাপ দিলে ঘটনার দিন পিতা পুত্র বাক বিতন্ডার এক পর্যায়ে আবু সালেহ লাঠি দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় জয়নাল মীরের ছোট ভাই হাবিব মীর ঘটনা প্রত্যক্ষ করলেও আবু সালেহ কে নিভৃত করার চেষ্টা না করায় তার বিরুদ্ধে অভিযোগ করেন জয়নাল মীরের স্ত্রী মামলার বাদী মোসাঃ সাহারা বেগম।
রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন, পিপি এ্যাড. ভুবন চন্দ্র হাওলাদার ও এ পিপি এ্যাড. আকতারুজ্জামান বাহাদুর। সাজাপ্রাপ্তরা বরগুনা জেল হাজতে রয়েছে।
মন্তব্য চালু নেই