‘পিএসসির পরীক্ষা ছাড়া নার্স নিয়োগের কোনো পথ নেই’

নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ায় পিএসসির পরীক্ষা ছাড়া নিয়োগের কোনো পথ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, নার্সদের এই আন্দোলনের কোনো মানে হয় না। সরকার নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়েছে, যার নিয়োগ প্রক্রিয়া এখন পিএসসির হাতে। পিএসসির মাধ্যমে নিয়োগ ছাড়া তাদের (নার্সদের) আর কোনো বিকল্প পথ নেই।

আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবারের পরীক্ষায় ৯০ শতাংশ আবেদনকারী অংশ নিয়েছে বলে জানান মন্ত্রী।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা বাদ আছেন তাদের অনুতপ্ত হওয়া উচিত। ২০১৮ সাল পর্যন্ত যতগুলো নিয়োগ হবে সব পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। প্রস্তুতি নিন সামনে আবার বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নাসিম বলেন, নার্সদের জন্য চাকরির বয়স ৩৬ বছর রাখা হয়েছে, যা অন্য কোনো ক্ষেত্রে নেই।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সনাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু মন্ত্রীর পাশে ছিলেন।



মন্তব্য চালু নেই