পিএসজির টানা তৃতীয় লিগ শিরোপা

লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করতে মন্টপেলিয়েরের বিপক্ষে ড্র করলেই চলত প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। তবে ড্র নয়, মন্টপেলিয়েরকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানে টানা তৃতীয় শিরোপা জিতেছে ইব্রাহিমোভিচ-কাভানি-লুইজদের দল।

শনিবার রাতে মন্টপেলিয়েরের বিপক্ষে পিএসজির জয়টি ২-১ গোলের। দলের পক্ষে একটি করে গোল করেন ব্লাইসি মাতুইদি ও এজেকিয়েল লাভেজ্জি। আর এই জয়ের ফলে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিঁওর চেয়ে আট পয়েন্ট এগিয়ে গিয়ে শিরোপা নিশ্চিত করে পিএসজি।

মন্টপেলিয়েরের মাঠে ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ১৭ মিনিটে দলের গোলের সূচনা করেন ফরাসি মিডফিল্ডার মাতুইদি। আর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার লাভেজ্জি।

এরপর প্রথমার্ধেই অবশ্য একটি গোল শোধ করেন মন্টপেলিয়ের। ৪০ মিনিটে দলের পক্ষে গোলটি করেন অ্যান্থনি মৌনিয়ের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় শিরোপা জয়ের উল্লাসে মাতেন পিএসজির খেলোয়াড়রা।



মন্তব্য চালু নেই