পাহাড়ী অঞ্চলে যৌথ অভিযান জোরদারের নির্দেশ

পাহাড়ি এলাকায় জঙ্গি তৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলাবহিনীর যৌথ অভিযান জোরদারের পাশপাশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সারাদেশে সরকার দলীয় নেতাকর্মীদের সর্তক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সূত্র জানায়,মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী বলেন, পার্বত্য চট্রগ্রামে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এগুলো কী কারণে হচ্ছে তা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৈঠকে লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা করেন একাধিক মন্ত্রী। তারা বলেন, এর আগে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার জন্য একইভাবে আক্রমণ করা হয়েছিলো। ধারালো অস্ত্র দিয়ে তাকেও ক্ষতবিক্ষত করা হয়েছিলো।

হুমায়ুন আজাদকে আক্রমণের মতো একই কায়দায় অভিজিতের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হয়েছে। হামলার ধরণও একই রকম।



মন্তব্য চালু নেই