পাসে এগিয়ে মাদরাসা, সর্বনিম্ন যশোর বোর্ড
শিক্ষাবোর্ডগুলোর মধ্যে ফলাফলে এগিয়ে আছে মাদরাসা শিক্ষাবোর্ডে। তাদের পাসের হার ৯০ দশমিক ১৯। আর সবচেয়ে কম পাস করেছে যশোর শিক্ষাবোর্ডে ৪৬ দশমিক ৪৫ শতাংশ। সবচেয়ে বেশি ১৮ হাজার ৮৯৩ জন জিপিএ ৫ পেয়েছে ঢাকা শিক্ষাবোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে, ১ হাজার ৩১৯ জন।
২০১৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। গতবার এ হার ছিলো ৭৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাশের হার শতকরা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ। মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিলো ৫৭ হাজার ৭৮৯ জন। ফলে গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ১৪ হাজার ৮৯৫ জন।
ফলাফলের ক্রম অনুসারে অন্যান্য শিক্ষাবোর্ডের মধ্যে কারিগরি ৮৫ দশমিক ৫৮ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ড ৭৭ দশমিক ৫৪ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ড ৭৪ দশমিক ৫৭ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ড ৭০ দশমিক ৪৩ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ড ৭০ দশমিক ০৬ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ড ৬৩ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ড ৫৯ দশমিক ৮০ শতাংশ এবং যশোর শিক্ষাবোর্ড ৪৬ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বোর্ড ভিত্তিক জিপিএ ৫ পেয়েছে কারিগরি শিক্ষাবোর্ডে ৬ হাজার ৪৩০ জন, রাজশাহী বোর্ড ৫ হাজার ২৫০ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৩ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ১২৯ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯২৭, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৪৫২ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ৪৩৫ জন এবং সিলেট শিক্ষাবোর্ডে ১ হাজার ৩৫৬ জন।
মন্তব্য চালু নেই