পাবনা মানসিক হাসপাতালে সুস্থ রোগী!

পাবনা মানসিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা ২৩ ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের কেন অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘পাবনা মানসিক হাসপাতালের সুস্থ ২৩ রোগী বাড়ি ফিরতে পারছে না’ শীর্ষক একটি প্রতিবেদন গত ১৭ নভেম্বর একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়।

ওই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আদালতে একটি রিট আবেদন করেন ল-ইয়ার্স সোসাইটি ফর ল নামের একটি সংগঠনের সম্পাদক আইনজীবী মেসবাহ উল ইসলাম আসিফ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত এবং এ বিষয়ে শুনানির জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।’

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ২০/২৫ বছর ধরে এরা হাসপাতালে অবস্থান করছে। চিকিৎসা নেয়ার পর এখন তারা পুরোপুরি সুস্থ। কিন্তু তাদের সঠিক ঠিকানা না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না। এমনকি তাদের কোনো স্বজনও খোঁজখবর নিচ্ছেন না।

আইনহজীবী বলেন,‘এ প্রতিবেদনের আলোকে আমরা জনস্বার্থে আদালতে রিট দায়ের করি। আদালত শুনানি অন্তে এ আদেশ দেন।’



মন্তব্য চালু নেই