পাবনা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৫ এ ১৩টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১২ প্রার্থী জয় লাভ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে। শুধুমাত্র কোষাধ্যক্ষ পদে জাতীয়তাবাদি দল সমর্থিত প্রার্থী আবুল হোসেন জয় লাভ করেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে শাহজাহান আলী মণ্ডল ভোট পেয়েছেন ১৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মির্জা আজিজুর রহমান পেয়েছেন ১২০ ভোট, সহ-সভাপতি ইতি হোসেন স্বপ্না পেয়েছেন ১৮১ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনুল হক পেয়েছে ১২২ ভোট, সহ-সভাপতি পদে কাজী সাজ্জাদ হোসেন লিটন পেয়েছেন ১৬৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন পেয়েছেন ১২৪ ভোট, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল্লাহ বিশ্বাস হেলাল তিনি পেয়েছেন ১৬৯ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমূল হোসেন শাহীন পেয়েছেন ১৩২ ভোট, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন তিনি ভোট পেয়েছেন ১৪৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক পেয়েছেন ১৪৭টি ভোট, যুগ্ম সম্পাদক উন্নয়ন পদে নির্বাচিত হয়েছেন তায়জুল ইসলাম তিনি ভোট পান ১৬১ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর চৌধুরী ফরহাদ পান ১৪১ ভোট, যুগ্ম সম্পাদক লাইব্রেরী পদে লেমন গোলাম নবী ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ছালাম পান ১৩৯টি ভোট, যুগ্ম সম্পাদক সংস্কৃতি পদে নির্বাচিত হন রেজাউল করিম (৩), তিনি ভোট পান ১৬৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সিদ্দিক পান ১২৩ ভোট, অডিটর পদে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয় ফরিদা আহম্মেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান বাহেজ পেয়েছেন ১৪২ ভোট, সদস্য পদে নির্বাচিতরা হলেন শফিকুল ইসলাম তিনি পেয়েছেন ১৮৩ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পান ১১৫ ভোট, কে এম গোলাম মহিউদ্দিন সাগর পান ২১৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম ফরিদউদ্দিন পান ১৪০ ভোট, বাকি বিল্লাহ ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন, রবিউল ইসলাম ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৪৬ ভোট। এদের মধ্যে মির্জা আজিজুর রহমান প্যানেলের আব্দুল্লাহ আল মাসুদ নির্বাচনের আগেই সদস্য পদে তার মনোনয়োন প্রত্যাহার করে নেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৩১৮ জন ভোটারের মধ্যে ৩০৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ব্যাপকভাবে বিজয় লাভ করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু জানান, পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থত প্যানেলের ব্যাপক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সহসভাপতি রেজাউল রহিম লাল।
মন্তব্য চালু নেই