পাবনায় ৫দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নানা আয়োজনে পাবনায় শুরু হয়েছে পাঁচদিনব্যাপী স্বাধীনতা উৎসব।
শুক্রবার রাতে শহরের রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশে কোথায়ও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। বেগম জিয়া জঙ্গিবাদ, মৌলবাদ, যুদ্ধাপরাধীদের নেত্রী হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক কাজি আশরাফ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব সহ অনেকে।
অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখায় শহিদ মুক্তিযোদ্ধা আবুল মহসিন বেগ মুকু ( মরণোত্তর), শহিদ মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ (মরনোত্তর) এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক শিবজিত নাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই