পাবনায় ৩৬ বোতল ফেন্সিডিল, মদসহ মহিলা গ্রেফতার
র্যাব-১২, পাবনা ক্যাম্পের সদস্যরা রোববার পাবনার ঈশ্বরদীরলোকোসেড মিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল, এক লিটার চোলাইমদ, এক লিটার বিদেশী মদসহ মোছা: শেফালী বেগম নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শেফালী খাতুন ঈশ্বরদীর ফতে মোহাম্মাদপুর এলাকার মোঃ মানিক এর স্ত্রী।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শেফালী পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগে গত বছরের ৩ আগষ্ট তারিখে১০১ বোতল ফেনসিডিল ও ৪৫ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়েছিলো।
মন্তব্য চালু নেই