পাবনায় সোনালী ব্যাংকের কম্বল বিতরণ

সোনালী ব্যাংক লিমিটেড পাবনা অঞ্চলের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বর করা হয়েছে।  সোনালী ব্যাংক , পাবনা সুত্রে জানাগেছে, রোববার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেড এর পাবনা প্রিন্সিপাল অফিসের ছাদে ৪৫০ জন শীতার্থ গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে বিতরণ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মাহবুবুর রহমান।

এ সময় অন্যান্য কর্মকর্তাদের মাধ্যে উপস্থিত ছিলেন- এজিএম মো: মেহেদী হাসান, মো: শীষ আহমেদ, মোছা: গুলশান আরা,আব্দুল জলিল খান , মো: ফুরকান আলী প্রমূখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মাহবুবুর রহমান বলেন- সোনালী ব্যাংক জনসাধারণেন ব্যাংক । এই ব্যাংকের মালিক দেশের ১৬ কোটি মানুষ। তাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও কল্যানে এ ব্যাংক কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক মানুষের সুখ ও দুঃখের সাথে জড়িত। তাই শীতার্থ মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হচ্ছে।



মন্তব্য চালু নেই