পাবনায় মোটরসাইকেল ছিনতাই করে স্কয়ারের কেমিস্টকে হত্যা

পাবনা সদর উপজেলার শালাইপুর গোরস্থানের পাশে দুটি মোটরসাইকেল ছিনতাই করে স্কয়ার ফার্মাসিটিউকেলের কেমিস্ট আনোয়ার হোসেনকে (৩৫) শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পাবনা স্কয়ার ফার্মাসিটিউকেলের কেমিস্ট ছিলেন। অপরজন আব্দুল মালেক আতাইকুলা থানার জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহর থেকে ব্যবসায়িক কাজ শেষে রানা মোটরসের ছোট ভাই আব্দুল মালেক ও তার কিছুক্ষণ পর স্কয়ারের কেমিস্ট আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা গয়েশপুরের শালাইপুর গোরস্থানের পাশে ব্রিজের উপর উঠলে দুর্বৃত্তরা রশি টানিয়ে প্রথমে মালেকের এবং পরে আনোয়ার হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মালেককে পাশের কাঁঠাল বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং আনোয়ার হোসেনকে লিচু বাগানে নিয়ে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। প্রায় ৩/৪ ঘণ্টা পর মালেক চিৎকার করলে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তারা লিচু বাগানে আনোয়ার হোসেনের লাশ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে রাত সাড়ে ৩টার সময় সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।



মন্তব্য চালু নেই