পাবনায় বিএনপি-জামায়াতের ৬০ কর্মী আটক

পাবনায় লাগাতার অবরোধে নাশকতার আশঙ্কায় ১১ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ বিএনপি জামায়াতের কর্মীকে আটক করেছে।
শনিবার বার থেকে রাত রবিবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান তাদের বিরুদ্ধে একধিক মামলারয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে নাশকতার আশঙ্কায় তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে তাদের আদালতের জেল-হাজতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই