পাবনায় বাস চাপায় শিশুর মৃত্যু

পাবনার জালালপুর মহাসহকে সড়ক দুর্ঘটনায় রহিম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শী জানান, গতকাল ১১ টার দিকে পাবনা থেকে কাজিরহাট গামী হানিফ পরিবহনের ১টি বাস জালালপুর নতুনপাড়া পুরানী কিন্টার গার্টেন স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় রহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রহিম স্থানীয় একটি কেজি স্কুলের ছাত্র ও তাত শ্রমিক লিটনের ছেলে। তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়।



মন্তব্য চালু নেই