পাবনার সুজানগর চরাঞ্চলের গমের বাম্পার ফলনের সম্ভাবনা
জেলার সুজানগর চরাঞ্চলের এবছর গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানান, এবছর উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় ৬ হাজার হেক্টোর জমিতে গম আবাদের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু অনুকুল আবহাওয়া ও ন্যায্য মুল্যে প্রয়োজনীয় সার বীজ ও কীটনাশক পাওয়ার কারনে এ লক্ষ মাত্রার চেয়ে ও আরো ১ শ হেক্টোর বৃদ্ধি পেয়েছে।
উপজেলার চরাঞ্চলের কৃষকরা জানান, এ বছর অন্য জমিতে বিঘা প্রতি ১২-১৩ মন ফলন হলে, চরাঞ্চলের জমিতে বিঘা প্রতি ১৪-১৫ মন ফলন হবে।
উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল জানান, শুধু চরাঞ্চলের জমিতে নয়! এবছর উপজেলার সর্বত্র গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য চালু নেই