পাবনার মোবারকপুর গ্যাস ফিল্ড পরিদর্শন করেছে ৪০ সদস্যের গবেষক দল

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৩৪ বছর পর উত্তারাঞ্চলের ১ মাত্র গ্যাস ফিড পাবনা সাথিয়ার মোবারকপুর তেল গ্যাস উত্তোলন কাজ শুরু করেছে। রবিবার ৪০ সদস্যের বিশেষঙ্গ দল নিয়ে মোবারপুর গ্যাস ফিড পরিদর্শন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, তিনি এর আগে ১ হাজার বিলিয়ন ঘন ফুট গ্যাস ও ২১ লাখ ব্যারেল তেল মজুদের সম্ভাবনা নিয়ে গত আগস্টে এ ফিল্ড আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে গত ৪ ফ্রেব্রুঃ রিগ মোবিলাইজেশন কাজ শুরু হয়ে মে তে শেষ হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপেন্টারেশন এন্ড প্রোডাকশন কোং লিঃ বাপেক্স সূত্রে জানা যায়, ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জার্মান কোং জি জি এ জি পাবনার মোবারকপুরে গ্যাস ও তেলের সন্ধান পায়।

সুত্রে জানায় এ কুপে প্রায় সাড়ে ৪ কিঃমিঃ গভিরে প্রায় ২০০ থেকে ১ হাজার বিলিয়ন ঘন ফুট গ্যাস ও ২.১ বিলিয়ন ব্যারেল তেলের সম্ভাবনা রয়েছে।

এরপর এ গ্যাস উত্তোলনের জন্য ০৪-০৫ অর্থ বছেরে একটি প্রকল্প গ্রহন করা হয়।

০৬ সালের ৬ জুনে একনেক বৈঠকে ৫৬ কোটি ৪০ লাখ টাকার মোবারকপূর অনুসন্ধান প্রকল্প নামে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

এরপর বর্তমান সরকার এটি দ্রুত বাস্তবায়নের জন্য ১২ সালের ডিসেম্বরে ৮৯ কোটি ২৬ লাখ টাকা অর্থায়নে পুনরায় অনুমোদন দেন।



মন্তব্য চালু নেই