পাবনার জেলা পরিষদের ডাক বাংলোর কোটি টাকার সম্পত্তি বেদখলে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ এর পাশ্বে, জেলা পরিষদের প্রচীন ডাক বাংলো অবহেলার কারনে বেদখল হয়ে যাচ্ছে। ১৯৩৮ সালে নির্মিত এ বাংলোটি কয়েক বছর আগে সংস্কার করা হলেও, সে যায়গা দখল করে ভবন নির্মান করছে দখলদাররা।
এলাকাবাসী জানান, জেলা পরিষদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এ অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছে। এলাকার কতিপয় প্রভাবশালী ভূমিগ্রাসী এর দেয়াল ভেঙে ভিতরে মালামাল রেখে লীজ নেয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্মকর্তার সাথে যোখাযোগ করছে। এর জন্য মোটা অংকের টাকা আদান প্রদানের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেঞ্জামিন জানান, বিষয়টি তিনি জানেন না। তবে এ জায়গা দখল মুক্ত রাখতে তিনি ভাঙ্গুড়া উপজেলা ইউ এন ও কে নির্দেশ দিবেন বলে জানান।
মন্তব্য চালু নেই