পাবনার চাটমোহরে প্রসবকালে ১৩ বছরের কিশোরীর করুন মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলার বেলবাজার গ্রামে রহিমা নামে ১৩ বছরের ১ কিশোরী গতকাল সন্তান প্রসব করতে গিয়ে করুন মৃত্যু বরন করেন। তবে তার প্রসবকৃত কন্যা সন্তান জীবিত রয়েছে।
রহিমা উপজেলার বেলবাজার অমৃত কুন্ডা গ্রামের মনিরের স্ত্রী ও একই এলাকার লুৎফরের কন্যা।
স্থানীয় সুত্র জানায়, অসচ্ছল গরীব ঘরের মেয়ে রহিমার বছর দেড়েক আগে বিয়ে হয়। সে পরিবারটিও অসচ্ছল। অসেচতনতার কারনে তারা রহিমার তেমন চিকিৎসা না করার ফলে সন্তান প্রসবকালে প্রচুর রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়।
রহিমার স্বামী বলেন, আমরা গরিব মানুষ তাই হাসপাতালে নিতে পারিনি।
মন্তব্য চালু নেই