» ফলো আপ :
পাবনার কাশিনাথপুর বাজারে ট্রাক ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘষে নিহত বেড়ে পাঁচজন
পাবনার সাঁথিয়া উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর এলাকায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে আহত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ দুর্ঘটনায় নিহত হলেন মা-ছেলেসহ পাঁচজন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সময় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নসিমনের যাত্রী।
নিহতরা হলেন-রানা (১৮), তার মা রোকেয়া খাতুন (৪০), আহসান মহুরী (৬০), রুনা (১৮) ও আব্দুল মতীন মীর (৫০)। তারা সবাই সাঁথিয়া উপজেলার আহম্মদ ইউনিয়নের চর বোথলিয়া গ্রামের বাসিন্দা। তবে উপজেলার আহম্মদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, এ দুর্ঘটনায় বন্যা (৮) নামে আরো একজন নিহত হয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, সকালে রসুন বোঝাই একটি ট্রাক পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। পথে আহম্মদপুর এলাকায় ওই ট্রাক ও একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে রানা, আহসান ও রুনা ঘটনাস্থলেই যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন মতীন মীর, রোকেয়া খাতুন ও বন্যাসহ চারজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পর্যন্ত আরো দু’জন মারা যান।
এদিকে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য চালু নেই