পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর : আটকএক

পাবনার সোমবার দুপুরে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার দায়ে রমজান আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রমজান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুরের কোলাবাড়ী গ্রামের ওসিউদ্দিন মৃধার ছেলে এবং ঈশ্বরদী সিদ্দিকীয়া কওমি মাদ্রাসার হেদায়ি ক্লাসের ছাত্র।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখা অফিসে গিয়ে ওই মাদ্রাসা-ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে আটক করে থানায় খবর দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবক রমজান আলীকে আটক করে। এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গোলবার বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। পরে আটক ওই মাদ্রাসা-ছাত্রকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।



মন্তব্য চালু নেই