পাবনার আতাইকুলায় পিক আপের সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২ আহত ৬

পাবনা ঢাকা মহাসড়কে আতাইকুলা থানার শোলবাড়িয়া নামক এলাকায় পত্রিকা বাহী পিক আপের সাথে যাত্রীবাহী ইঞ্জিল চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে, সোমবার সকালের দিকে আতাইকুলা থানার  বোয়ালমারিয়া গ্রামের রমজান (৫০) ও হেলাল (৪০) নামে দু জন নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে নছিমনের ৬ যাত্রী। স্থানীয়রা আহতেদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

বেড়ায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও মানব বনন্ধন।
বঙ্গবন্ধুকে শেখ মজিবুর রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ন বক্তব্য প্রদান করায় তারেখ রহমানের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বনন্ধন করেছে বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রবিবার সকাল ১০ টার দিকে বেড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানব বনন্ধন অনুষ্ঠিত হয়। পরে এখান একটি বিক্ষোভ মিছিল মিছিল বের হয়ে বেড়া শহর পদক্ষিন শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেড়া মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ ইসহাক আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, বেড়া পৌর সভার মেয়র আঃ বাতেন ও পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদিন। এ সময় বেড়া উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই