পাবনার আটঘরিয়ার শ্রীকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আটঘরিয়ার শ্রীকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল সোমবার বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সারাদিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগীতা শেষে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম খান।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে সহকারী শিক্ষা অফিসার আসমাউল হুসনা, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদ আলম খানের সভাপতিেেত্ব ও প্রধান শিক্ষক আসাদ্দুজামান মনির আমন্ত্রনে ও সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজন্ম-৭১ এর সভাপতি মো.শফিউল্লাহ, দেবোত্তর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী, আরিফুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। ক্রিড়া প্রতিযোগীতায় ২৪টি ইভেন্টে বিদ্যালয়ের ২শাতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। ক্রিড়া পরিচালনা করেন ছানাউল্লাহ খান, জুলিয়া খাতুন।



মন্তব্য চালু নেই