পানির প্রবল স্রোতে ভেসে গেল সেতু

কয়েকদিন আগেই ভারতের মহারাষ্ট্রে, নদীর পানির তোড়ে সেতু ভেঙে পড়ে ভেসে গিয়েছিল একাধিক বাস, গাড়ি। এবারে আরেক প্রদেশ হিমাচলে একটি সেতুরও একই পরিণতি হল। যদিও এই সেতুটির বয়স তুলনামূলকভাবে কম। আর নদীর জলের প্রবল তোড়ে সেতু ভেঙে পড়ার সেই ক্যামেরবন্দি করেছেন কয়েকজন গ্রামবাসী।

হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বৃহস্পতিবার দুপুরবেলা এই ঘটনা ঘটে। একটানা বৃষ্টিতে নদীর পানির স্রোত মারাত্মকভাবে বেড়ে গিয়েই এই বিপত্তি। ১৯৭২ সালে তৈরি সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা আগেই তৈরি হয়েছিল। পানির স্রোতে সেতুর পিলারগুলিতে আগেই ফাটল ধরেছিল। তাই সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সেতুর দশটি পিলার-সহ একটা বড় অংশ নদীর মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

হিমাচল প্রদেশের নুরপুর এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই সেতুটির মাধ্যমে পার্শ্ববর্তী পঞ্জাবে যাতায়াত করতে পারতেন। সেতু ভেঙে পড়ায় পঞ্জাবের সঙ্গে হিমাচল প্রদেশের এই এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।



মন্তব্য চালু নেই