পানির নিচে রোমান্স: দেখুন ভীষণ আবেদনময় ১০টি শ্বাসরুদ্ধকর ছবি
দেখুন ১০টি ভীষণ রোমান্টিক ও আবেদনময় ছবি। অদ্ভুত সুন্দর এই ছবিগুলোতে আছে শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, ফটোগ্রাফির কারিগরি আর অনেক অনেক ভালোবাসা। আমাদের দেশে আন্ডারওয়াটার এঙ্গেজমেনট এখনো চালু না হলেও অচিরেই যে হবে, এতে কোন সন্দেহ নেই। কেননা এমন অসাধারণ ছবি দেখার পর আপনারও মনে হবে- “ইস, আমার যদি থাকত এমন ছবি!”
চলুন, দেরি না করি চোখ বুলিয়ে নিই ছবিগুলোতে ;
মন্তব্য চালু নেই