পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি চলাচল শুরুর পর মাঝ নদীতে নোঙর করে থাকা যাত্রী ও যানবাহন বোঝাই ছোট-বড় পাঁচটি ফেরি গন্তব্যে পৌঁছেছে।
অগ্রাধিকার ভিত্তিতে উভয় ঘাটে আটকে থাকা সহ¯্রাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে এ নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এ সময় পারাপার করতে গিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই রো রো (বড়) এনায়েতপুরী, মওলা, ইউটিলিটি (মাঝারি) বনলতা এবং কে-টাইপ (ছোট) কুমারী ও শাপলা ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে।
দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। দৌলতদিয়া ঘাটে আরও চারটি এবং পাটুরিয়া ঘাটে সাতটি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করে।
কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান রাসেল।
মন্তব্য চালু নেই