পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ কর্মকর্তাদের পরিদর্শন

এসকে রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বৃহষ্পতিবার তালা উপজেলার পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউনিসেফ (United Nation Children Fund) এর কর্মকর্তাবৃন্দ ।শিক্ষার্থীদের পড়ালেখার সামগ্রীক অবস্হা পযবেক্ষণই ছিল এ সফরের মুল উদ্দেশ্য ।

এ প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফ-এর কান্ট্রি ডিরেক্টর মিঃ এডওয়ার্ড(ফ্রান্স), কনসাল্টেন্ট মিঃ ফ্রাংকো(ইতালী), ডেপুটি ডিরেক্টর মিঃ সীমা (মালয়েশিয়া)। এ সময় তারা স্কুলের সকল ক্লাস পরিদর্শন , শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও অভিভাবকদের সাথে আলাপ করেন । প্রতিনিধি দল তাদের পরিদর্শন শেষে প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ অলিউল ইসলাম , সশি সিরাজুল ইসলাম মিন্টু , রেক্সোনা পারভিন ও শাহানা মুন- এ চারজন তরুন শিক্ষকের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং পাঠ দানের ব্যবস্হা ও কেীশলকে স্বাগত জানান ।



মন্তব্য চালু নেই