পাক-ভারত সমর্থকদের লঙ্কাকাণ্ড

পাক-ভারত লড়াই হয়েছে অ্যাডিলেড ওভালে। তবে তুলকালাম কান্ড ঘটেছে সিডনির এক বারে। ভারত-পাকিস্তানের সমর্থকদের তাণ্ডব ছিল দেখার মতো! বারের চার দেওয়ালে উড়ছে প্লেট, চেয়ারের পা। এর একটু পরেই শুরু হয়ে যায় দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি। আহত হয়ে হাসপাতালে ভর্তি চারজন।

ঘটনায় সোমবার দুপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিডনির মেরিল্যান্ডস আরএসএল ক্লাবের বাইরে রবিবার রাতে উপস্থিত ছিল পুলিশ। এই ক্লাবে বসে টিভিতে রবিবার ভারত-পাক ম্যাচের সরাসরি সম্প্রচার দেখছিলেন দু’দেশের মোট ৪০ জন সমর্থক। দু’দলের সমর্থকদের মধ্যে সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল উর্ধ্বমূখী।

ঘটনার সূত্রপাত, পাকিস্তান ইনিংসের সময়। ভারতের ৩০০ রান তাড়া করার সময় পাকিস্তানের উইকেট পড়ার সময় জয়োৎসব শুরু করেন ভারত সমর্থকরা। এক প্রত্যক্ষদর্শীর মতে, ‘দুই দলের সমর্থকদের কেউ শান্ত করতে পারেনি। একজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে না-পরা পর্যন্ত প্লেট, চেয়ার ছোড়া চলতে থাকে৷’

ঐ ম্যাচে পাকিস্তানকে ৭৬ রানে পরাজিত করেছিল ভারত। যা ছিল বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের টানা ষষ্ঠ পরাজয়।



মন্তব্য চালু নেই