‘পাকিস্তান এখনো ঘুম থেকে ওঠেনি’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান এখনো ঘুম থেকে ওঠেনি। যুদ্ধাপরাধ বিচার আমাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে পাকিস্তানের কথা বলা উচিত নয়। তাদের এ সমস্ত কাজের জন্য বিশ্ববাসী তাদের নিন্দা করবে।’

শনিবার দুপুরে ধানমন্ডিতে এক আলোচনা সভা শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।

ত্রিদেশীয় চুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘ওই চুক্তিতে বলা হয়েছিল বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের ফিরিয়ে নেবে পাকিস্তান। কিন্তু তারা তা করেনি। এটি চুক্তির লঙ্ঘন। তাই ত্রিদেশীয় চুক্তি নিয়ে আমার প্রশ্ন আছে।’



মন্তব্য চালু নেই