‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চাই না’
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র আখ্যায়িত করে বলেছেন, আমরা চাই না সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখুক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত মানববন্ধন ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তান রাজাকারের বিচারকে কলুষিত করতে চায়। তাই তারা বিশ্বে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
পাকিস্তানকে হুঁশিয়ার করে চুমকি বলেন, ‘আপনারা সাবধান হোন। ষড়যন্ত্র করে একজন রাজাকারকেও বাঁচাতে পারবেন না।’
তিনি বলেন, ‘পশ্চিমারা বাংলাদেশে ঢুকতেই আইএসের অস্তিত্ব আছে, তা প্রমাণ করতে চায়। তাদের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।’ তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানববন্ধনে কৃষক লীগের সহসভাপতি এম এ করিম বক্তব্য রাখেন।
মন্তব্য চালু নেই