পাকশী পদ্মা নদী : যৌথ নদী কমিশনের পানি প্রবাহ জরিপ শুরু

পদ্মা ও গঙ্গা নদীর পানি প্রবাহ জরিপ শুরু করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ দল। ১৯৯৬ এর চুক্তি অনুযায়ী বৃহস্পতি বার থেকে এ জরিপ শুরু করলেন দু দেশের পানি বিশেষঙ্গরা। বাংলাদেশের পাকশীর হাডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহ জরিপ করা হবে।
বাংলাদেশের ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন ও ভারতের ২ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন সুরেশ কুমার। চুক্তি অনুযায়ী জানুয়ারির ১ম পর্বে বাংলাদেশ পানি পাবে গড়ে ৬৭ হাজার ৬ শ ৫০ কিউসেক।
পাবনা পানি উন্নয়ন বোডের হাইড্রোলজি বিমাগের উত্তরাঞ্চলীয় কর্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন জানান, হাডিঞ্জ ব্রিজের প্রায় ৫শ ফুট উজানে এ পানি প্রবাহের পরিমাপ নেয়া হয়।



মন্তব্য চালু নেই