পাইকারি বাজারে বেড়েছে চাল ও মসলার দাম
কোরবানির পশু পরিবহনের কারণে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে অনেক দিন ধরে স্থিতিশীল থাকা রাজধানীর পাইকারি চালের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা বেড়ে চলতি সপ্তাহে প্রতিকেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা, নাজিরশাইল ৪৫ থেকে ৪৮, গুটি স্বর্ণা ৩০, ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকায়। সেইসাথে প্রতিবারের মতো এবারও কোরবানির আগে বেড়েছে বেশির ভাগ মসলার দাম। এলাচ বিক্রি হচ্ছে ১৪শ’ টাকা পর্যন্ত আর লবঙ্গ বিক্রি হচ্ছে ১১শ’ টাকায়।
বিক্রেতারা জানান, পোলাও এর চালের দাম কিছুটা বেড়ে ৭৪ থেকে ৭৬ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ঈদের আগে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে আদা, রসুন, পেঁয়াজের দাম। ১০ টাকা কমে রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায়।
এদিকে গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে এলাচ, লবঙ্গ, মরিচসহ নানা পদের মসলার। আর পাইকারি বাজারে খোলা সয়াবিনের দাম কিছুটা কমলেও স্থিতিশীল রয়েছে ডালসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর। আগের দামেই প্রতিকেজি চিনি ৩৫ টাকা আর দেশি ডাল বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১১৭ টাকায়।
মন্তব্য চালু নেই