পাঁচবিবি এল বি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৮ জন বৃত্তি পেয়ে জেলায় শীর্ষে

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি এল বি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ১৮ জন বৃত্তি পেয়ে জেলায় শীর্ষে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা রহমান জানান, ২০১৫ সালে ৮ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় (জে.এস.সি) তে বৃত্তির ফলাফলে অত্র বিদ্যালয়ের ১২ জন ছাত্র ট্যানেলপুলে ও ৬ জন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তির ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি এবার জেলায় শীর্ষে রয়েছে। ট্যানেলপুলে বৃত্তি প্রাপ্ত ছাত্ররা হচ্ছে সুদিপ্ত সম্ভার গল্প, সুহিত সম্ভার ছড়া, মুশফিকুর রহমান মাহি, তৌফিক আহমেদ পিয়াল, রায়হান হোসেন, আখের আউয়াল, নাঈম এ জান্নাত, আরিফ ইসতিয়াক, তানভীর ইসলাম, বায়োজিদ আকন্দ, হাসিবুল হাসান সিহাদ, বিক্কি কুমার, সাধারণ গ্রেডে তানভীর আনজুম রাকিন, তামজীদ হোসেন, ইন্তেসাম আহমেদ চৌধুরী, আব্দুল ওহাব, ফিরোজ মাহমুদ, শেখর দাস তপু। প্রধান শিক্ষিকা বলেন বিদ্যালয়ের পড়ালেখার মান ভালো হওয়ার কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।



মন্তব্য চালু নেই