পাঁচবিবিতে ৫৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা সীমান্তে ৫৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। হাটখোলা ক্যাম্প কমান্ডার লাভলু শিকদার জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে ভারত থেকে কয়েকজন মাদক চোরাকারবারী ফেন্সিডিল পাচার করে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঐ এলাকায় ওঁৎ পেতে থাকে। কিছুক্ষণপর চোরাকারবারীরা ঐ পথ দিয়ে আসলে বিজিবি তাদেরকে ধাওয়া করলে তাদের কাছে থাকা ফেন্সিডিলের বস্তাগুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি। বস্তার ভিতর থাকা ৫৪৯ বোতল ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই