পাঁচবিবিতে ৩৭ বছর পর বীর প্রতীক আব্দুর রহমানের কবরের ফলক উন্মোচন
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের প্রতন্ত গ্রাম পশ্চিম কড়িয়ায় একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ইপি আর পরে বিডিআর এর সদস্য আব্দুর রহমানের কবরে তার মৃত্যুর ৩৭ বছর পর ফলক উন্মোচন করা হয়। আজ বুধবার দুপুরে দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান আব্দুর রহমানের কবরে ফলক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ৩ বিজিবির কমান্ডার ল্যাঃ কর্ণেল আব্দুল খবির সরকার, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জানা যায় আব্দুর রহমান তৎকালীন ইপি আর হিসাবে যশোর সেক্টরের অধীন আন্দুলিয়া সীমান্ত ফাঁড়িতে চাকুরী করা কালীন অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সে সময় তার অসীম বীরত্বের জন্য পরবর্তী সময় বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধীতে ভুষিত করেন। ১৯৭৯ সালে তার মৃত্যুর পর দীর্ঘ ৩৭ বৎসর ধরে তার কবরটি আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রামে ঝোপ জঙ্গলের মধ্যে অবহেলিত থাকার পর সদ্য নির্বাচিত ইউপি সদস্য আলাল হোসেনের উদ্যোগে এবং স্থানীয় কড়িয়া বিজিবি ক্যাম্পের সহযোগিতায় কবরটি সংস্কার করে ফলক উন্মোচন করা হয়। ফলক উন্মোচনের পর দোয়া শেষে আব্দুর রহমানের পুত্রের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান, তিনি আরোও বলেন ৬ মাস পর পর তার পরিবারকে এরকম সাহায্য সহযোগিতা করা হবে।
মন্তব্য চালু নেই