পাঁচবিবিতে সবজীর মাছি-পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে সবজীর মাছি-পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।

বুধবার বিকেল ৪টায় আয়মারসুলপুর ইউনিয়নের খাসবট্টা গ্রামে মাঠদিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার কৃষক চুরকা চন্দ্র মাহাতো। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট খামারবড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফিরোজ হাসান।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, সমবায় অফিসার মোরাক্কাব রিয়াজুল হোসেন তাজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান সরকার ও সাইফুল ইসলাম প্রমুখ। খাসবাট্টা গ্রামের কৃষক মোঃ সাগর তার সাড়ে ৭ বিঘা জমিতে কীটনাশক মুক্ত সবজি চাষ শুরু করায় এলাকার আরো অন্যান্য কৃষকদেরকে এ পদ্ধতিতে চাষাবাদ করার জন্য সচেতন করার লক্ষে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সগর আরো জানায় তার সাড়ে ৭ বিঘা জমিতে কীটনাশক ছাড়া শুধু শ্রমিক ও বীজের মোট খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা, আবহাওয়া অনুকুলে ও বাজার দাম ভালো পেলে তিনি প্রায় ২ লক্ষ টাকার সবজি বিক্রয় করতে পারবে।



মন্তব্য চালু নেই