পাঁচবিবিতে মাদক বিরোধী সমন্নয় সভা অনুষ্ঠিত

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী সমন্নয় সভা অনুষ্টিত। আজ মাঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যলয় ও পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী সমন্নয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুুদু। উপজেলার বিভিন্ন এলাকায় কিভাবে মাদক প্রতিরোধ করা যায় এ বিষয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শরিফ, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইচ চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী এছাড়াও ৪ টি সীমান্ত ফাঁড়ির বিজিবির কমান্ডার, সরকারি কলেজের অধ্যক্ষ, ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য চালু নেই