নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

নাটোর প্রতিনিধি : নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালনে জেলা তামাক নিয়ন্ত্রণ ট্রুাস্টফোর্স কমিটির আয়োজনে মাদরাসা মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। নাটোরের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে ডিসি অফিসে ফিরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্ব্য রাখেন, অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম, আরএমও ডাঃ আবুল কালাম আজাদ, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম, সাথীর নির্বাহী পরিচালক সিবলী সাদিক ও বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দীপক চৌধুরী। বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় বিশ্বকে তামাক মুক্ত রাখতে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি সহ আগামী বাজেটে সব ধরনের তামাকের ওপর অতিরিক্ত কর আরোপের আবেদন জানান। এছাড়াও নলডাঙ্গার উপজেলার পাটুল বাজারে গ্রীণ হাউজের আয়োজনে মো:রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই