পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে মাদক ও ডাকাতি মামলার পলাতক আসামী গুলিবিদ্ধ
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের কথিত বন্দুক যুদ্ধে মাদক ও ডাকাতি মামলার পলাতক আসামী ছানোয়ার গুলিবিদ্ধ। থানা সূত্রে জানা গেছে গতকাল বুধবার সন্ধা ৭ টার দিকে আওলাই ইউনিয়নের বিনশিরা গ্রামের মেছের আলীর পুত্র ছানোয়ার (৪৮) কে, ধরঞ্জী ইউনিয়নের রতনপুর বাজার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার স্বীকারউক্তি অনুযায়ী গভীর রাতে অন্যান্য আসামীদেরকে ধরার জন্য ছানোয়ারকে নিয়ে বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা পুলিশ বক্স এলাকায় পৌছা মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ছানোয়ারের অন্য সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ছানোয়ারের সহযোগিরা পালিয়ে যায়। এক পর্যায়ে ছানোয়ার পুলিশের কাছ থেকে পালানোর সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়। পরে পুলিশ ছানোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করে। জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশক কুমার পাল জানায় ছানোয়ারের বিরুদ্ধে নাশকতা, ডাকাতি, অস্ত্র, মাদক, সহ প্রায় ১২-১৩ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল।
মন্তব্য চালু নেই